Home » ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগামীকাল চন্দ্রযান থ্রি এর সফল ল্যান্ডিং কামনা করে পূজা অর্চনা।

ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগামীকাল চন্দ্রযান থ্রি এর সফল ল্যান্ডিং কামনা করে পূজা অর্চনা।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আজ ধর্মনগর টাউন কালীবাড়িতে আগামীকাল চন্দ্রয়ান ৩ এর সফল ল্যান্ডিং কামনার্থে গোটা উত্তর ত্রিপুরা জেলার যুব মোর্চার কার্যকর্তারা পূজো দেয়, এবং সকল যুব সমাজের কাছে আবেদন জানায় আগামীকালের ঐতিহাসিক দিনের সাক্ষী হতে আগামীকাল সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় ধর্মনগর টাউন কালি বাড়ির সামনে উপস্থিত থাকার জন্য।

উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি Joyjit Sharma, সাধারণ সম্পাদক Kishan Chakraborty, সম্পাদক Bishwarik Bhattacharjee, BJP সাধারণ সম্পাদক Sumit Dey মহোদয় ও অন্যান্যরা।

You may also like

Leave a Comment