প্রতিনিধি,গন্ডাছড়া :- গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত ভগিরথ, দলপতি, কল্যাণ সিং, কর্ণ কিশোর, বধুইন্যা, নবদা, কাতারায় সহ দুর্গাপুর পাড়ার একাংশ মানুষ রাস্তার দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধে বসে। এদিন সকাল ছয়টা থেকে উক্ত এলাকার শত শত জনজাতি সম্প্রদায়ের মানুষ গন্ডাছড়া দুর্গাপুর পশু হাসপাতাল সংলগ্ন মেইন রাস্তা অবরোধে বসে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিসি, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ, এসডিও সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে পূর্ত আধিকারিকরা আগামী ১৫ দিনের মধ্যে বেহাল রাস্তা সংস্কারের কথা বললেও অবরোধকারীরা তাহা মানতে নারাজ। পূর্ত কর্তারা আরো জানান রাস্তাটি এইচ এস সি এল কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে। এখনো রাস্তাটি পূর্ত দপ্তরের কাছে হ্যান্ড ওভার করা হয়নি। যার ফলে রাস্তা সংস্কার করার ক্ষেত্রে সমস্যা লেগে আছে। অন্যদিকে পথ অবরোধকারীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত গন্ডাছড়া মহকুমা শাসক ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতের লিখিত প্রতিশ্রুতি না দেবেন ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলতে থাকবে। অবশেষে দুপুর একটা নাগাদ গন্ডাছড়া মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে যান। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং প্রতিশ্রুতি দেন আজকের মধ্যে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে। মহকুমা শাসকের কাছ থেকে এহেন প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে মহকুমা শাসকের প্রতিশ্রুতির ২ ঘণ্টার মধ্যে দুপুর তিনটা নাগাদ রাস্তা সংস্কারের কাজ শুরু হলে পথ অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। এদিকে আজ বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমা সদর বাজারের সাপ্তাহিক হাটবার। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে যাত্রী সাধারনের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
121
previous post