প্রতিনিধি, বিশালগড় , ২৪ জুলাই ।। বিশালগড় সংস্কৃতিক সংস্থা আয়োজিত চারদিনব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সোমবার বিকালে শুভদীপ হলে আয়েজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। সংস্থার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, সিনিয়র সদস্য তাপস কুমার দেব রায়, জিতেন্দ্র চন্দ্র সাহা, প্রাক্তন সম্পাদক দিলীপ দেবনাথ ,সদস্য শম্ভু পারিয়াল, বিপ্লব দাস প্রমুখ। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সংস্থার ভূয়সী প্রশংসা করে বলেন তেত্রিশ বছর ধরে এই সংস্থাটি বিশালগড়ে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রয়েছে। সুস্থ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্থা।সংস্থার যে কোন কাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি। চার দিনব্যাপী রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য, নজরুল সংগীত, নজরুল নিত্য, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন।
121
previous post