125
“রক্তদান জীবন দান” রক্তের বিকল্প নেই। সারা রাজ্যে মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে প্রতিনিয়তই বিজেপি দল এবং তার শাখা সংগঠন গুলির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে আসছে। খোয়াইতেও রক্তের সংকট দূরীকরনে রক্তদানের মতন শিবির গুলি আয়োজিত হচ্ছে। এক্ষেত্রে রক্তদানে পিছিয়ে নেই বিএমএস। সোমবার দুপুর ১২ টা নাগাদ খোয়াই জিপস্ট্যান্ডে বিএমএস এর উদ্যোগে
এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, বি এম এস এর সম্পাদক প্রদীপ গোপ সহ অন্যান্যরা। এদিন এই রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।