Home » ৭ দিন ব্যাপী কর্মশালার শুরু

৭ দিন ব্যাপী কর্মশালার শুরু

by admin

প্রতিনিধি কৈলাসহর:-তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শ্রীরামপুর সূর্যমনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহায়তায় আজ থেকে ৭দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।মূলত নাচ,গান,অঙ্কন এবং নাটক নিয়েই এই কর্মশালার শুভারম্ভ।অনুরূপভাবে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তিবীরো কে নাম সাত দিনব্যাপী বিভিন্ন গান,অংকন এবং নাটক শিক্ষার কর্মশালার মধ্যে দিয়ে আজ রাঙ্গাউটি এবং ভদ্রপল্লী স্কুলেও অনুষ্ঠানের সূচনা হয়। রাঙ্গাউটি স্কুলের অনুষ্ঠানে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারাণ সিনহা,ভাইস চেয়ারম্যান শিব শঙ্কর অধিকারী,প্রাক্তন বিধায়ক মবস্বর আলী,বিশিষ্ট সমাজকর্মী সিদ্ধার্থ দত্ত, উপপ্রধান নুরুদ্দিন,গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বজিৎ দেব সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment