
ধর্মনগর প্রতিনিধি।
দীর্ঘদিন ধরে ধর্মনগর উত্তর জেলা হাসপাতাল এর প্রবেশের পথে ডানদিকে এবং বাঁদিকে সরকারি জমি দখল করে বেশ কিছু দোকান গজে উঠেছিল। বিশেষ করে ডান দিকে বামফ্রন্টের আমলের এক নেতা বাবুর ভ্রাতার দোকান ক্ষমতা জুড়ে জায়গা দখল করে পাকা ভিটি বানিয়ে গড়ে তোলা হয়েছিল। রাজনীতিতে দক্ষ এসব দোকানের মালিকরা ভেবেছিল কারোর সাধ্য নেই এইসব সরকারি জায়গা পুনরুদ্ধার করার এবং তাদেরকে সরকারি জায়গা থেকে উচ্ছেদ করার। ক্ষমতা এবং অর্থনীতিতে বলিয়ান হয়ে তারা ভেবেছিল দেশে আইনশৃঙ্খলা তাদের অঙ্গুলি হিলনে পরিচালিত হবে। কিন্তু ২০ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার মহকুমা প্রশাসন এবং পূর্ত দফতরের যৌথ উদ্যোগে ড্রজার ব্যবহার কল্যাণে ভেঙে ধূলিসাৎ করে সরকারি জায়গা পুনরুদ্ধার করা হলো। আবার প্রমাণিত হলো সরকার চাইলে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ ভাবমূর্তি সম্পন্ন প্রশাসন দিতে পারে। কোন নেতার প্রভাবকে পাত্তা না দিয়ে মহকুমা প্রশাসনের এরূপ কাজকে ধন্যবাদ জানিয়েছে ধর্মনগরের সাধারণ মানুষ।