
ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের মানুষের অতি প্রতীক্ষিত হিন্দি অবশেষে তৈরি হতে চলেছে চন্দ্রপুরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ অনুযায়ী যেমন যে কোন কাজ সময়টা সময়ে করার যে মনোভাব গড়ে উঠেছে সেই মনোভাবকে সাঙ্গ করে মাত্র ৬ মাস সময়ের মধ্যে তৈরি করা হচ্ছে ধর্মনগরের জন্য প্রতীক্ষিত হিন্দি স্কুল। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্যে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের একান্ত প্রয়াসে এই হিন্দু স্কুলের কাজ তড়িৎগতিতে এগিয়ে চলেছে। রবিবার এর ছাদ ঢালাই এর কাজ হয়ে গেল জানা গেছে আর দুই মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে উদ্বোধনের প্রতীক্ষায় প্রহর গুনবে এই হিন্দু স্কুল। শুধুমাত্র স্কুলের কাজ তড়িৎ গতিতে হচ্ছে তাই নয় এই কাজের গুণগতমান সঠিক হচ্ছে কিনা তা পরিদর্শন করছেন স্বয়ং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অবশ্য উনাকে প্রকৃত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুরো পরিষদের তড়িৎকর্মা চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ। উল্লেখ্য ১৯৭১ সালে ভারত বাংলাদেশ যুদ্ধের ঠিক পর থেকেই ধর্মনগর বাসী হিন্দি ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে একটি হিন্দি স্কুলের দাবি নিয়ে বারে বারে প্রশাসনের দারস্ত হয়েছে। কখনো এই বাড়িতে কখনো অন্য এক বাড়িতে ভাড়া করে হিন্দি স্কুলের কাজ সম্পাদিত হয়েছে। এমনকি তখন থেকে ধর্মনগরে হিন্দি ভাষার প্রতি উৎসাহ দেখিয়ে অনেকেই হিন্দি ভাষাতে বিভিন্ন পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে। কিন্তু এতদিন যাবত কোন ধরনের প্রকৃত সরকারি সাহায্য না আসায় হিন্দি ভাষার প্রতি যতটুকু ধর্মঘরবাসীর গ্রহণযোগ্যতা থাকার কথা ততটুকু হয়নি। এখন বর্তমান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এর একান্ত প্রয়াসে হিন্দি স্কুল একটা বিশেষ মর্যাদা পেতে চলেছে। যারা হিন্দি স্কুলের অধিকার নিয়ে দীর্ঘদিন যাবত সরকারি দপ্তর গুলিতে দৌড়াদৌড়ি করে এসেছে তাদের এখন গর্বের দিন দোরগোড়ায় এসে পৌঁছেছে। তাদের সংগ্রাম সার্থক হতে চলেছে। আর মাত্র মাস দুয়েকের মধ্যে ধর্মনগরের চন্দ্রপুরে আত্মপ্রকাশ করবে নবগঠিত হিন্দি স্কুল।