Home » ভারতীয় শিক্ষণ মন্ডল , উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা প্রান্ত দ্বারা আয়োজিত ব্যাস পূজা মহোৎসব গত ১৫ জুলাই ২০২৩ ইং, গভমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ভারতীয় শিক্ষণ মন্ডল , উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা প্রান্ত দ্বারা আয়োজিত ব্যাস পূজা মহোৎসব গত ১৫ জুলাই ২০২৩ ইং, গভমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ভারতীয় শিক্ষণ মন্ডল , উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা প্রান্ত দ্বারা আয়োজিত ব্যাস পূজা মহোৎসব গত ১৫ জুলাই ২০২৩ ইং, গভমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দেবী সরস্বতী ও মহর্ষি ব্যাসদেবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের পর গুরু পূর্ণিমা ও ব্যাসদেবের জীবনের উপর একটি মহতী আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ভারতীয় শিক্ষণ মন্ডল, ত্রিপুরা প্রান্তের সচিব ডক্টর শংকর নাথ তেওয়ারি মহোদয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর ত্রিপুরা জেলার সংঘ চালক শ্রী বিবেকানন্দ ভট্টাচার্য মহোদয়, ভারতীয় শিক্ষণ মন্ডল উত্তর ত্রিপুরা প্রান্তের জেলা প্রেসিডেন্ট ডক্টর সুজিত রঞ্জন দাস মহোদয় এবং ভারতীয় শিক্ষণ মন্ডল উত্তর ত্রিপুরা জেলার সচিব ডক্টর রঘুনন্দন দাস মহাশয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের কার্যকর্তা ও কর্মী এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ,মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মনগরের বিভিন্ন স্কুল ও কলেজ স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, ও ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রত্যেক অংশগ্রহণকারীদেরও একটা করে হাতে কলম তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাকে ঘিরে কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উন্মাদনা লক্ষ্য করা গেছে।

You may also like

Leave a Comment