
৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কি নাম কে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র এলাকা থেকে এক সাইকেল রেলির আয়োজন করাহয়। এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে লক্ষাধীক টাকার ফান্ড থাকা সত্বেও অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মীদের খামখেয়ালীপনায় লোকবিহিনী অনুষ্ঠান অনুষ্ঠীত হয়। অর্থ লুটে পাটে খাওয়ার লক্ষ্যে ছোট আকারে মঞ্চ বানানোহয় এতে করে অনুষ্ঠানে আমন্ত্রীত অনেক অতিথি অনুষ্ঠনামঞ্চে জায়গা পাননি। অনুষ্ঠানে আমন্ত্রীত মহকুমার পুলিশ আধিকারিক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাস্তায় দারিয়ে অনুষ্ঠান উপভোগকরে চলেগেছেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের সকলের মধ্যে সঠিকভাবে টি শার্ট প্রদানকরাহয়নি। এতেকরে অনেকেরমধ্যে ক্ষোভ দেখাদেয়। যে সকল অতিথিদের আমন্ত্রন জানানো হয়েছে এদের মধ্যে মুখ দেখে দেখে কিছু সংখ্যক অতিথিদের এবং কিছু লোকজনদের টি শার্ট দেওয়াহয়েছে। যেসকল আমন্ত্রীত অতিথি মঞ্চে স্থান পাননি তারাও টি শার্ট থেকে বঞ্চীত হয়েছেন। এককথায় বলাচলে অর্থ লুটে পাটে খাওয়ার জন্য স্বল্প মানসিকতা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করাহয়েছে। অনুষ্ঠানে স্থানীয় লোকজনদেরও আমন্ত্রন জানানহয়নি। এতেকরে লোকদেখানোর জন্য যেসকল চেয়ার নিয়ে আসাহয়েছে সেগুলি ছিলো সম্পূর্ন ফাঁকা। জানাযায় এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন স্পোর্টস ডিপার্টমেন্টের কর্মী খোকন মজুমদার ও সপন রুদ্র পাল। এই দুই মহান ব্যক্তির জন্য সমগ্র অনুষ্ঠান ফ্লপ হয়েগেছে। উনাদের খামখেয়ালীপনায় রেলি চলাকালিন সময়ে কিছু সময়ে জাতীয় সড়কে যানচলাচল বন্ধহয়েপরে। এতেকরে পথচারী ,যান চালক ও যাত্রীদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়েছে। আজকের এই সমগ্র অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সকলের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, দক্ষিন জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। আজকের এই সাইকেল রেলিতে ৭৫ জন অংশগ্রহন করে। আগরতলা উজ্বয়ন্ত প্রসাদে গিয়ে সমাপ্তি হবে এই সাইকেল রেলি। ৭৫ কিলোমিটার এই রেলিটি সংগঠীত করাহবে। এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে ৭৫ টি বেলুন উড়ানোর লক্ষ্যে নিয়ে আসাহলেও বেলুনগুলি উড়ানো হয়নি। শেষ পর্যন্ত ছোটশিশুকে এই বেলুন নিয়ে খেলা করতে দেখাযায়। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।