
ধর্মনগর প্রতিনিধি।
জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে রাজবাড়ী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে মহিলাদের জন্য বিভিন্ন পরিকল্পনা এবং নির্দেশিকা এই বিষয়ের উপরে এক আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে সভ নেতৃত্ব করেন বিদ্যালয়ের শিক্ষিকা পারমিতা দাস মহুদয়া রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট কোয়েল সিংহ চৌধুরীঅ্যাডভোকেট দেবাহুতি গোস্বামী উনারা শিশু ও নারীদের কল্যাণে ব্যবহৃত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন যেমন ত্রিপুরা কিশোরী সুচেতা অভিযান ২০২২ বেটি বাঁচাও বেটি পড়াও যা প্রধানমন্ত্রী হাত ধরে ২০১৫ সালের ২২শে জানুয়ারি প্রকল্পটি ঘোষণা করা হয় এছাড়াও সমগ্র শিক্ষা অভিযান জননী সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ত্রিপুরা সোলার স্টাডি ল্যাম্প স্কিম এবং স্বনির্ভর গোষ্ঠী প্রকল্প বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে বিশ্বাতভাবে আলোচনা করেন এছাড়াও আইন সেবা কর্তৃপক্ষের দ্বারা যে সাহায্য এবং সহযোগিতা স্কুলের-ছাত্রীরা পেতে পারে তা নিয়েও বিশদভাবে আলোচনা করেন চাইল্ড লাইন সম্পর্কে সম্যক ধারণাও -ছাত্রীদের দেওয়া হয় এবং কারো যদি প্রয়োজন হয় তাহলে চাইল্ড লাইন নম্বরে যাতে যোগাযোগ করে সে ব্যাপারেও ধারণা দেওয়া হয় শিবিরের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন এছাড়াও পি এল ভি চিরঞ্জিত মালাকার এবং স্বপ্না চক্রবর্তী ডিম্পি সরকার