Home » মুঙ্গিয়াকামি দ্বাদশে জল বাঁচাও জীবন বাঁচাও সচেতনতামূলক শিবির.

মুঙ্গিয়াকামি দ্বাদশে জল বাঁচাও জীবন বাঁচাও সচেতনতামূলক শিবির.

by admin

তিনিধি, তেলিয়ামুড়া।৭ই জুলাই।
জল বাঁচাও, জীবন বাঁচাও —- এই স্লোগানকে সামনে রেখে আজ মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সচেতনতা মূলক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতামূলক শিবিরের উদ্যোক্তা ছিল মুঙ্গিয়াকামি ডি ডাবলু এস সাব ডিভিশন অফিস। আজ বিকাল তিনটায় মুঙ্গিয়া কামে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জল বাঁচাও জীবন বাঁচাও স্লোগানের আজকের দিনের গুরুত্ব নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেন ডিডাব্লিউএস কল্যাণপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোপী মজুমদার। শ্রী মজুমদার বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজ সারা বিশ্বেই পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। এর অন্যতম কারণ ভূগর্ভস্থ জল কমে যাওয়া। ভূগর্ভস্থ জল কমে যাওয়ার কারণ অনেকগুলি। যার মধ্যে অন্যতম হলো মাত্রাতিরক্ত পরিমানে ভূগর্ভস্থ জল উত্তোলন করা। এর ফলে কুয়ো পুকুর শুকিয়ে যাচ্ছে খুব দ্রুত। খাল বিল নদীর অবস্থা কি তা আমাদের চোখের সামনেই আছে। গ্রীষ্মকালে পানীয় জলের সংকট এখন নিত্যনমিতিক ঘটনা। এর থেকে উত্তরণ পেতে হলে আমাদেরকে জলের অপচয় রোধ করতে হবে। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কোন বিকল্প নেই। বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক উত্তম দেব বলেন, ভারতবর্ষের ক্ষেত্রে প্রতিবছর ১০ থেকে ২৫ মিটার জল স্থার নেমে যাচ্ছে । এভাবে যদি জল স্থার নামতে থাকে তাহলে ভারতের জনসংখ্যার চল্লিশ শতাংশের বেশি মানুষের জন্য পানীয় জল গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়ে আগামী কিছু বছরের মধ্যেই। জল নিয়ে শুরু হবে লড়াই। সুতরাং এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। জলকে বাঁচানোর জন্য আগামীর ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন শিক্ষক উত্তম দেব। শিবিরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে টুথপেস্ট টুথব্রাশ সাবান দেওয়া হয়। আজকের জল বাঁচাও জীবন বাঁচাও শিবেরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেখে অন্যান্য বিদ্যালয়গুলিতে আগামী দিনে এ ধরনের সচেতনতামূলক শিবির করা হবে বলে জানান মুঙ্গিয়াকামি ডিডাবলু এস সাব ডিভিশনের এসডিও চয়ন দাস।

You may also like

Leave a Comment