
শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়কের উদ্দ্যোগে সাবসিডির মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকার কৃষিজ সামগ্রী পিলকা ফার্মার প্রোডিওসার কোম্পানি লিমিটেডের হাতে তুলেদেওয়াহয়। শুক্রবার কোনোপ্রকারের অনুষ্ঠান ছারাই তরিঘরি পিলাক ফার্মার প্রোডিওসার কোম্পানি লিমিটেড এই মেশিন গুলো কৃষকদের হাতে তুলেদেয়। কৃষিজ মেশিন গুলিনিয়ে কৃষকদের মধ্যে তিব্র ক্ষোভ দেখাদেয়। কৃষকদের অভিযোগ জোলইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস গ্রেইভস কোম্পানি থেকে কমিশন বানিজ্যের মাধ্যমে সবগুলি গ্রেইভস কোম্পানির মেশিন নিয়ে আসে। এলাকার কৃষকদের চাহিদা ছিলো কেমকো কোম্পানির মেশিন। কৃষকরা জানান কেমকো কোম্পানির মেশিন সহজে পরিচালনাকরাযায় ও নষ্টহয়েগেলে এই মেশিনের বিভিন্ন সামগ্রী ও মেকানিকস পাওয়াযায়। কিন্তু গ্রেইভস কোম্পানির জোলাইবাড়ীতে কোনোপ্রকারের শোরুম নেই ও মেশিনের সামগ্রীও নেই। মেশিন বিকল হয়েপরলে কৃষকদের প্রায় ১৪ কিলোমিটার পথ অতিক্রান্ত করে শান্তির বাজারে আসতেহবে তাও সবধরনের সামগ্রী পাওয়াযাবেকিনা তার নিশ্চয়তানেই । এতেকরে কৃষকরা বিপাকে পরেছেন। আজকের এই মেশিন বিতরনে সরকারি আধিকারিক উপস্থিত নেই এমনকি কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস ও কৃষি দপ্তরের কোনো কর্মীও উপস্থিত ছিলেননা। এই মেশিন বিরতন সম্পর্কে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরাও কেউ জানেননা বলে জানাযায়। সকলের অগোচরে ও বিধানসভা বাজেট চলাকালিন সময়ে মন্ত্রির অনুপস্থিতিতে এই ধরনের মেশিন বিতরন কে কেন্দ্রকরে লোকমনে নানান প্রশ্ন জাগছে। বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রয়েছেন। তিনি জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করেযাচ্ছেন। শতব্যাস্ততার মধ্যও মন্ত্রী জোলাইবাড়ীর সবকয়টি অনুষ্ঠানে থাকার চেষ্টা করেন। আজকের দিনে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি ছারাই এইধরনের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্রকরে এলাকার লোকজন কৃষিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন।