
প্রতিনিধি, গন্ডাছড়া :- গোটা দেশ তথা রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমাতেও বৃহস্পতিবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ১২৩-তম জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়। এদিন গন্ডাছড়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখানে প্রদীপ প্রজ্জ্বলন এবং উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডুম্বুরনগর ব্লক ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কলই, টিচার কাউন্সিল সেক্রেটারি রতন পাল, এস এম সি চেয়ারম্যান অতীশ চন্দ্র দাস, সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা, গোপাল সরকার, নির্মল সরকার, বকুল বিকাশ চাকমা প্রমুখ। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কলই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্ম জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানকে ঘিরে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।