
প্রতিনিধি, বিশালগড়, ৬ জুলাই।। বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভারত কেশরী ড: শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় পালন করা হয়। বৃহস্পতিবার বিকালে বিশালগড় সূর্য কিরণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, সংস্কৃতি কর্মী জিতেন্দ্র সাহা, কাউন্সিলর রতন দেব প্রমুখ। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জগতের গুনীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড: শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথি সহ উপস্থিত নাগরিকরা। ড: শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী এবং অখণ্ড ভারতের জন্য আত্মবলিদানের ইতিহাস সম্বলিত প্রচারপত্র উপস্থিত সকলের হাতে তুলে দেয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ড: শ্যামাপ্রসাদ মুখার্জি প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন। তিনি ছিলেন অখন্ডতার পূজারী। বাংলার বাঘ আশুতোষ মুখার্জির যোগ্য সন্তান ড: শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলেই পশ্চিমবঙ্গ আজ ভারতের মধ্যে রয়েছে। পরবর্তী সময়ে কাশ্মীর নীতির তীব্র বিরোধিতা করেন তিনি। এক দেশে দুই প্রধান দুই নিশান দুই বিধানের বিরোধিতা করে মন্ত্রীত্ব ছেড়ে জন আন্দোলন শুরু করেন তিনি। কিন্তু তৎকালীন সময়ে গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ড: মুখার্জি। তাঁকে জীবন বলিদান দিতে হয়েছে। আজ কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে অখন্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন ছোট বেলাতেই মেধাবী ছাত্র ছিলেন ড: শ্যামাপ্রসাদ মুখার্জি। এক ভারত শ্রেষ্ঠ ভারত ছিল তাঁর স্বপ্ন। আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। তিনি বলেন ড: মুখার্জির আদর্শকে পাথেয় করে প্রতিটি নাগরিকের হৃদয়ে রাষ্ট্রপ্রেম জাগ্রত করতে পারলে এই মহান নেতার জন্মজয়ন্তী পালনের স্বার্থকতা আসবে।