প্রতিনিধি কৈলাসহর:-পুকুরের জলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু ঘটলো এক মহিলার।এই ঘটনাটি রাংরুঙ এলাকায়। জানা যায় যে,ওই এলাকার বাসিন্দা কৌশলা গুয়ালা (৪০) ।সংবাদে আরো জানা যায় যে,ওই মহিলা বিকলাঙ্গ ও মিরগি রোগে দীর্ঘদিন ধরে ভুগছে।আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে ধর্মনগর থেকে ঔষধ না আনতে পেরে কৈলাসহর থেকে কিনেই খাওয়ানো হচ্ছিল।কিন্তু সেই ওষুধে পাওয়ার কম থাকার কারণে কোনো কাজ হয়নি। কৌশলা গুয়ালা আজ সকালে পুকুরের জলে স্নান করতে গেলে জলে পড়ে যায়। এরপর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তারা এসে ওই মহিলাকে জল থেকে উদ্ধার করে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করার দশ মিনিটের মাথায় ওই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়ে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।