উত্তর ত্রিপুরার জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ধর্মনগ রে আন্তর্জাতিক নেশা বিরোধী কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে এক বিশাল রেলি ধর্মনগর কোট কমপ্লেক্স থেকে দিঘীরপাড় হয়ে নেতাজিস্ট্রাচুর সামনে মিলিত হয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উকিল মুক্তি প্রজেক্ট কমিটির সদস্য সদস্যবৃন্দ এবং জেলা এবং মহাকুমা আইন সেবা কমিটির প্যারালিগালস ভলান্টিয়ার সেখানে নেশা বিরোধী একটি নাটক মঞ্চস্থ করা হয় প্রচুর লোক এই নাটকে আনন্দ উপভোগ করেন। উপস্থিত ছিলেন এডভোকেট অভিজিৎ চক্রবর্তী, বীথি নাথ, সাগরিকা ভট্টাচার্য, বিকাশ আচার্য এবং জহিরুল হক। তাছাড়া পি এল ভি এর মধ্যে উপস্থিত ছিলেন রাজ শেখর ভট্টাচার্য ,গোপিকা কান্ত দত্ত, শতাব্দী ভট্টাচার্য, স্বপ্না চক্রবর্তী, চিরঞ্জিত মালাকার ,চৈতালি চক্রবর্তী এবং রাজীব দেবনাথ সহ জেলা আইনসভার অন্যান্য সদস্যরা।