প্রতিনিধি, বিশালগড়, ২৪ জুন।। প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্প এবং স্বল্প সঞ্চয় নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বিশালগড়ে। শুক্রবার বিশালগড় মহকুমা শাসকের মিলনায়তনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা দেব সরকার, মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা। ব্যাঙ্ক সম্পর্কিত বিভিন্ন প্রকল্প গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। বিভিন্ন স্বনির্ভর প্রকল্প ব্যাঙ্কের মাধ্যমে বাস্তবায়ন হয়। এছাড়া প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা ব্যাঙ্কের মাধ্যমে ভোগ করছে নাগরিকরা। তাছাড়া ব্যাঙ্কের নাম ভাঙিয়ে প্রতারণার জাল ছড়িয়েছে। প্রতারক চক্রের খপ্পরে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। এক্ষেত্রে সকল নাগরিকদের সতর্ক থাকা এবং ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করেন অতিথিরা। এছাড়া স্বল্প সঞ্চয় নিয়ে আলোচনা হয়েছে। নামগোত্রহীন সংস্থায় কষ্টার্জিত অর্থ জমা রেখে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সঠিক সংস্থায় অর্থ সঞ্চয় করতে সচেতনতা মূলক কাজকর্ম আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
136