Home » ফিসারী কলেজের উদ্যোগে গন্ডাছড়ায় মাছের চারা পোনা বিতরণ

ফিসারী কলেজের উদ্যোগে গন্ডাছড়ায় মাছের চারা পোনা বিতরণ

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২৩জুন:- আগরতলা ফিশারী কলেজের উদ্যোগে এবং গন্ডাছড়া মৎস্য দপ্তরের সহযোগিতায় শুক্রবার গন্ডাছড়া মহকুমা এলাকার মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন জাতের মাছের চারা পোনা বিতরণ করা হয়। এদিন গন্ডাছড়া ফিসারি প্রশিক্ষণ কেন্দ্রে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ভিলেজ থেকে আগত প্রায় ৩০ জন বেনিফিশারিদের মধ্যে পাঁচশত করে মাছের চারা পোনা, মাছের খাদ্য প্রভৃতি বিতরণ করা হয়। পাশাপাশি এদিন মৎস্য চাষীদের নিয়ে মৎস্য চাষের উপর এক কর্মশালার আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা, সমাজসেবী প্রদীপ ত্রিপুরা, প্রমোদ ত্রিপুরা সহ ফিশারি কলেজের আধিকারিকরা। সেখানে মৎস্য আধিকারিকরা মৎস্য চাষ করে কিভাবে সল্প সময়ে দ্বিগুণ লাভ করে স্বাবলম্বী হওয়া যায় তার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এদিন মাছের চারা পোনা বিতরণ এবং কর্মশালা’কে ঘিরে মৎস্য চাষীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment