Home » মুহুরীপুরের গৌশালা পরিদর্শন করলেন শান্তির বাজার মহকুমাশাসক।

মুহুরীপুরের গৌশালা পরিদর্শন করলেন শান্তির বাজার মহকুমাশাসক।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি : মুহুরীপুরের গৌশালা পরিদর্শন করলেন শান্তির বাজার মহকুমাশাসক।

শান্তির বাজার মহকুমাশাসকের নিকট মুহুরীপুরের লতুয়াটিলা এলাকায় গৌশালার সংলগ্ন এলাকার লোকজনেরা অভিযোগ করে এই গৌশালায় গরু মারা গেলে সঠিকভাবে গরুগুলিকে মাটি দেওয়াহয়না। যারফলে প্রতিনিয়ত দুরঘন্ধের মধ্যদিয়ে লোকজনদের দিন কাটাতেহচ্ছে। জানাযায় ধ্যান ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই গৌশালা পরিচালনা করছেন। এই গৌশালার নামে বিগত দিনেও অনেক অভিযোগ উঠেআসছে। গৌশালায় গরুদের সঠিকভাবে লালন পালন নাকরাতে প্রতিনিয়ত গরু মারাযাচ্ছে। শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদমাধ্যমের সামনে জানান তিনি এই গৌশালায় কর্তব্যরত আধিকারিককের সঙ্গে দেখাকরতে পারেননি। তিনি সকল কর্মীদের জানিয়েদেন গরু মারাগেলে এগুলিকে সঠিকভাবে মাটি চাপা দিতে। নাহলে এই গৌশালার বিরুদ্ধে আগামীদিনে আইনি পদক্ষেপ গ্রহন করাহবে। অপরদিকে গৌশালায় কর্তব্যরত এক কর্মী জানান গৌশালায় পুরুষ কর্মীর স্বল্পতা থাকায় সঠিকসময়ে মৃত গরুগুলিকে মাটি চাপা দেওয়া সম্ভব হয়েউঠেনা।

You may also like

Leave a Comment