Home » রথের দড়িতে টান দিলেনঅর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

রথের দড়িতে টান দিলেনঅর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

by admin

সত্যভাষণ প্রতিনিধি, উদয়পুর :-

ভক্তদের রশির টানে রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুণ্যার্থীর ঢল উদয়পুর শহরে। মঙ্গলবার উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটি ও অন্যান্য দপ্তরের উদ্যোগ উদয়পুর রথযাত্রা উৎসব পালিত হয়। এ রথযাত্রা উৎসবে রশির টানে উপস্থিত ছিলেন অর্থ, পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস সহ প্রশাসনিক দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম ৷ রথযাত্রা উপলক্ষে উদয়পুর এবারও হাজার হাজার মানুষের ভিড়। বিভিন্ন জায়গায় নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু মানুষ৷ এই উৎসবে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ও রেডক্রস সোসাইটি ভলেন্টিয়ার দ্বারা সঙ্গবদ্ধ করা হয়। তাছাড়াও প্রশাসনিকভাবে কড়া নিরাপত্তা ছিল বেশ জোরদার।

You may also like

Leave a Comment