Home » বিদ্যুতের দাবিতে পথ অবরোধ থেকে ঘেরাও কিছুই বাদ যাচ্ছে না কল্যাণপুরে

বিদ্যুতের দাবিতে পথ অবরোধ থেকে ঘেরাও কিছুই বাদ যাচ্ছে না কল্যাণপুরে

by admin

কল্যানপুর প্রতিনিধি,:
কল্যাণপুর আর বিদ্যুৎ যন্ত্রনা সমার্থক। ঝড়, বৃষ্টি কিংবা ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা হলে তো আর কথাই নেই, দিনের পর দিন কল্যাণপুর জুড়ে সাধারণ মানুষের ভোগান্তির আর শেষ নেই। বর্ষা শুরু হতে না হতেই প্রতিবছরের মতো এবছরও কল্যাণপুর জুড়ে সাধারণ মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় এক প্রকার কাহিল বলা চলে। দিনের পর দিন বিস্তীর্ণ এলাকা সমূহ থাকছে বিদ্যুৎ বিহীন, নিগম বাবুদের একটাই দাওয়াই বৃষ্টি জনিত পরিস্থিতি। গতকাল কল্যাণপুর বিদ্যুৎ নিগমের নিয়ন্ত্রণাধীন গৌরাঙ্গটিলাতে সাধারণ মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে শেষ মেষ উপায় না দেখে খোয়াই তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ করে বসেন , আবার অন্যদিকে পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের গোজাখা এলাকার মানুষ বেশ কিছুদিন বিদ্যুৎ যন্ত্রণায় ভুগতে ভুগতে একটা সময়ে গত রাতে নিগম অফিসে ঘেরাও সংঘটিত করে। উভয় ক্ষেত্রেই স্থানীয় মানুষদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন বিদ্যুৎ যন্ত্রণায় কাহিল থাকলেও নিগম এর তরফ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
এদিকে নিগম বাবুদের সাথে কথা বললে ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপরে গাছ পড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারই তো বিভিন্ন সময়ে কখনো জানিয়ে, কখনো না জানিয়ে দীর্ঘক্ষণ লাইন কেটে জঙ্গল কাটিং করার ঢালাও প্রচার করে থাকেন, যদি আপনারা প্রাক বর্ষার প্রস্তুতি নিয়েই থাকেন তাহলে কল্যাণপুর জুড়ে কেন বিদ্যুতের এই সমস্যা ? জবাব কি আপনারা দেবেন নিগম বাবু গন ? মিনি শহর কল্যাণপুর সহ সন্নিহিত পাহাড় থেকে সমতল সর্বত্রই বিদ্যুৎ যন্ত্রণায় কাহিল সাধারণ মানুষরা সমস্যার সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছেন।

You may also like

Leave a Comment