
ধর্মনগর ঃ ছাত্রছাত্রীদের পরিবেশ বান্ধব জীবন শৈলী গঠনের লক্ষ্যে এবং পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তাদের মধ্যে পরিবেশ বান্ধব মনোভাব জাগ্রত করার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিশেষ শিক্ষা মূলক ভ্রমণের উদ্যোগ নেয়। এই শিক্ষা মূলক ভ্রমণের অঙ্গ হিসাবে সোমবার কদমতলা বিদ্যালয় পরিদর্শকের অধীন সাতসঙ্গম মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ষাট জন ছাত্রছাত্রীদের রাণীবাড়িস্থিত হোয়াইট লিফ ইন্ডাস্ট্রি দেখানো হয়। যার মধ্য দিয়ে প্লাস্টিকের পরিবর্তে যাতে পরিবেশ বান্ধব সুপারির খোলের সামগ্রী ব্যবহার করা যায় তারই উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ধর্মনগরের চন্দ্রপুরস্থিত জাতীয় কৃষক সম্মানে ভূষিত ভার্মি কম্পোস্ট প্রডিউসার বিশ্বজিৎ দাস মহাশয়ের বাড়িতে ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া দেখানো হয়। এই শিক্ষা মূলক ভ্রমণের ফলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার তৈরি করে পরিবেশ বান্ধব এই সার ব্যবহারে প্রতি ছাত্রছাত্রীদের অবগত করা হয়। শিক্ষক রাজু দেব এই প্রসঙ্গে বলেন, খাবারকে বিষমুক্ত এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের সময় থাকতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে উদ্যোগী হতে হবে। রবীন্দ্র চেতনায় বিশ্বাসী হয়ে আমাদের বলতে হবে দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা। তাই পলিথিন নয় পাতা চাই, আবারো আবারো গাছ চাই।