Home » আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বিশালগড়ে আলোকচিত্র প্রদর্শনী

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বিশালগড়ে আলোকচিত্র প্রদর্শনী

by admin

প্রতিনিধি, বিশালগড়,
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে বিশালগড়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপি এই প্রদর্শনী চলবে। আজাদী কা অমৃত মহোৎসব এবং কেন্দ্রীয় সরকারের নয় বছরের সেবা এবং সুশাসনের নানা বিষয় তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। সোমবার বিশালগড় নিউ টাউন হলে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিও এর ডেপুটি ডিরেক্টর শুভাশিস কুমার চন্দ। অতিথিরা ভাষণে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিষয় প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। বিধায়ক সুশান্ত দেব আলোকচিত্রের বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। বিধায়ক সুশান্ত দেব বলেন যারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা বীর গাঁথা ইতিহাস নবপ্রজন্মের কাছে আরও বেশি তুলে ধরতে হবে। স্বাধীনতা আন্দোলনে নিজের জীবন বলিদান দিয়েছে এমন বহু ভারতবর্ষের সুপুত্রকে প্রচারের আলোতে আনা হয়নি। ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। কিন্তু ভারতবাসী সেই বীর সংগ্রামীদের চিরদিন তাদের হৃদয়ে রাখবে। শহিদ স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এক ভারত শ্রেষ্ঠ ভারত এরই অন্যতম উদাহরণ।

You may also like

Leave a Comment