Home » মোহরছড়ায় উন্নয়নের আরও তিনটি পালক যুক্ত হল.

মোহরছড়ায় উন্নয়নের আরও তিনটি পালক যুক্ত হল.

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া। ১৯জুন. তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মোহরছড়া গাও সভায় আজ উন্নয়নের তিনটি পালক যুক্ত হল. মোহরছড়া গাও সভাটি দীর্ঘ বছর ধরেই বঞ্চিত হয়ে আসছিল. অথচ তেলিয়ামুড়া বিধানসভার নির্বাচনে যখনই যে দল জয়ী হয়েছে মোহরছড়া এলাকার একটা বিরাট ভূমিকা সেখানে রয়ে গেছে. কিন্তু বাম জমানাতে এই এলাকার উন্নয়নের কোন চিহ্ন লক্ষ করা যেত না. ২০১৮ সালে বিধানসভার নির্বাচনে পূর্বে এলাকার বর্তমান বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায় উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তার ধীরে ধীরে বাস্তবায়িত হতে চলেছে. মহরছড়া এলাকার রাস্তাঘাট, বিদ্যুতায়ন, পানীয় জলের ব্যাপক উন্নয়ন হয়েছে. গত পাঁচ বছরে . আজ বিধায়িকার প্রতিশ্রুতি মতো উদ্বোধন হল মোহরছড়ার কমিউনিটি হল , মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর গ্রন্থাগার এবং মুক্ত মঞ্চের। বিকেল চারটা নাগাদ অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান।
এলাকাবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে মোহড়ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে ২৯৪ আসন বিশিষ্ট কমিউনিটি হল নির্মান করাহয় । তপশিল জাতি উন্নয়ন দপ্তরের অর্থে ৮৪ লক্ষ টাকা খরচ করে নির্মান করাহয় এই কমিউনিটি হল.
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের প্রতিক্রিয়ায় কল্যাণী সাহা রায় বলেন, এ রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবং দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের দাবি-দাওয়াকে গুরুত্ব দিয়ে নিরন্তর ভাবে কাজ এগিয়ে চলছে। মোহর ছোড়ার এই উদ্বোধন সমূহ নিয়ে কল্যাণী সাহারা এর বক্তব্য হচ্ছে দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার কমিউনিটি হল নির্মাণ, দাবী ছিল মুক্তমঞ্চ সহ বিদ্যালয়ের গ্রন্থাগারের চালু করা.আজ এই উদ্বোধন-পর্ব সম্পন্ন হওয়ায় তিনি আশাবাদী এগুলো আগামী দিনে গোটা মোহরছড়ার কৃষ্টি, সংস্কৃতির বিকাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন কল্যানী সাহারায় ছাড়াও তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস পঞ্চায়েত সমিতির সদস্য নিরোধ দাশ তেলিয়ামুড়া ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাস প্রমূখ উপস্থিত ছিলেন। আজকের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে স্থানীয় মানুষের ব্যাপক অংশের উপস্থিতি ছিল লক্ষণীয়.

You may also like

Leave a Comment