
প্রতিনিধি কৈলাসহর:-বজ্রপাতের কারনে বিভিন্ন দিকে অনেক ক্ষয়ক্ষতি হলেও শুক্রবার শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৈলাসহরের বাবুরবাজারে প্রায় ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।যা সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানেই।যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার মত হবে বলে জানা যায়।কৈলাশহরের মধ্যে বৃহৎ বাজার বাবুরবাজার।আর এই বাজারে অগ্নি কান্ডের ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতংক বিরাজ করছে।গতকাল গভীর রাতে বাবুরবাজারের হাজি আকবর আলীর বাজার শেডে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই বাজার শেডের প্রায় ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো তা সঠিকভাবে জানা যায়নি।স্থানীয়রা এই আগুন দেখে আতকে উঠেন।উনারা খবর পাঠান কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে।তবে যান্ত্রিক ত্রুটির কারনে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিতে কিছু সমস্যা হয়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।পাশাপাশি খবর পাঠানো হয় কৈলাসহরের ইরানি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইরানি থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে লেগে যায়।তবে,স্থানীয়দের অভিমত,সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না।তাছাড়া বাবুরবাজারের হাজি আকবর বাজার শেডে ইলেকট্রনিকস আইটেমের দোকান,সরকারি ন্যায্য মূল্যের দোকান এবং বড় বড় গোডাউন ছিলো বলে জানা যায়।অগ্নি কান্ডের ফলে বাজার শেডের কোনো ব্যবসায়ীই কোনো ধরনের জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।তবে,অগ্নি কান্ডটি ভোর চারটা নাগাদ শুরু হয়েছে বলে প্রতক্ষ্য দর্শীরা জানান।তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে বজ্রবিদ্যুতের জন্যই এই অগ্নিকান্ড।ঘটনার খবর পেয়ে শনিবার ভোরে বাবুর বাজারে ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন নিতীশ দে,তিনি ব্যাবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থ দোকানদারদের কি ভাবে প্রশাসনিক ভাবে সাহায্য করা যায় সে নিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।