তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রেই বিরোধী দলগুলি এখনো ঘর বন্দি হয়ে রয়েছে। গত বিধানসভা নির্বাচনের পর থেকে বিরোধী কংগ্রেস এবং সিপিএমের কোনরকম সাংগঠনিক তৎপরতা নেই।সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি নিজেদের সাংগঠনিক তৎপরতা দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে, নরেন্দ্র মোদিজীর নয় বছরের কার্যকাল কর্মসূচি অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ায় নব মতদাতাদের সঙ্গে মত বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নতুন ভোটারদের সামনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির গত নয় বছরের কার্যকাল সময় বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। শ্রীমতি রায় বলেন ২০১৪ সালে মোদিজীর নেতৃত্বে কেন্দ্র সরকার গঠন করার পর বৃত্তবানদের উদ্দেশ্যে আহ্বান রাখেন গ্যাসের সাবসিডি না নেওয়ার জন্য। এই আহবানে বহু ব্যক্তি স্বেচ্ছায় সাবসিডি নেওয়া বন্ধ করে দেন। এর ফলেই আজ গরিব মায়েদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া সম্ভব হয়েছে। একটা সময় ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, চীন ভারতকে আঙ্গুল দেখাতো। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক এ আজ ওরা বুঝে গেছে আজকের ভারত ২০১৪ এর আগের ভারত বর্ষ নয়। আজ আমরা ভারতবাসী হিসেবে গর্ব করতে পারি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেলিয়ামুরা পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, সহ পৌর পিতা মধুসূদন রায়, এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, সভাপতিত্ব করেন মন্ডল সাধারণ সম্পাদক গোপাল ব্রহ্ম। আজকের কর্মসূচিতে নতুন ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, গত সাধারণ বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রতেই নতুন ভোটাররা বিজেপি দলের প্রতি ব্যাপক ভোট প্রয়োগ করেছিল। সামনেই লোকসভার নির্বাচন। মোদিজীর নয় বছরের কার্যকাল নিয়ে বিজেপি দল একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে দলীয় সংগঠনকে চাঙ্গা করে তুলছে। মাত্র কয়দিন আগেই প্রবীণ নাগরিকদের নিয়ে বিধানসভা কেন্দ্র ভিত্তিক টিফিন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নবাগত ভোটারদের নিয়ে হলো মত বিনিময় সভা। স্বাভাবিকভাবেই এখানে বলা যায় তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ই বিরোধীদের থেকে বিজেপি দল সাংগঠনিক তৎপরতায় অনেকটাই এগিয়ে গেছে।
90