Home » কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন করে সিপাহীজলা জেলা পরিষদ

কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন করে সিপাহীজলা জেলা পরিষদ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।

এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেরাদের তালিকায় সিপাহীজলা জেলার সাত জন ছাত্র ছাত্রী স্থান করে নিয়েছে । মধ্য শিক্ষা পর্যদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে চলতি বছরে দারুণ ফলাফল করেছে জেলার ছাত্র ছাত্রীরা। এরমধ্যে সাত জন প্রথম দশে স্থান করে নিয়েছে। বুধবার কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করেন সিপাহীজলা জেলা পরিষদ। বিশ্রামগঞ্জ স্থানে স্থিত সিপাহীজলা জেলা পরিষদের অফিসে সংবর্ধনা জ্ঞাপন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা বনাধিকারিক প্রীতম ভট্টাচার্য। সিপাহীজলা জেলা দারিদ্র দূরীকরণ সমিতির সভাপতি রতন দাস, সিপাহিজলা জেলা ইন্ডাস্ট্রিজ কমিটির সভাপতি সন্দীপ কুমার সিনহা, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার নরেন্দ্র রিয়াং প্রমুখ । মাধ্যমিকে জেলার মেধাবী ছাত্র ছাত্রীরা হলেন শিবম মজুমদার, রামকৃষ্ণ শিশু নিকেতন মেলাঘর। দেবু দেবনাথ, কুমারিয়া কুচা হাই স্কুল। কঙ্কনা মজুমদার , বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন। রাজেশ দাস, বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন। উচ্চ মাধ্যমিকে সেরা ছাত্র ছাত্রীরা হলেন দেবাশীষ দেব, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। অর্পিতা দে। কৃতি সাতজনের হাতে ফুল শুভেচ্ছাপত্র এবং স্বামী বিবেকানন্দের লেখা বই তুলে দেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।
এদিন জেলা পরিষদের উদ্যোগে অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।

You may also like

Leave a Comment