Home » :জোলাইবাড়ী কমিউনিটি হলে জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠীত করাহয়।

:জোলাইবাড়ী কমিউনিটি হলে জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠীত করাহয়।

by admin

জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে জোলাইবাড়ী কমিউনিটিহলে জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা সমস্ত বিদ্যালয়ে এস এম সি কমিটির চেয়ারম্যান , পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করাহয়। আজকের এই আলোচনা সভার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করলেন জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ। আজকের এই আলোচনা সভার মাধ্যমে নিপুন ত্রিপুরা প্রকল্পের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনাকরাহয়। আজকের এই আলোচনা সভার মাধ্যমে সকল ছাত্র ছাত্রীদের সঠিক বয়সে সঠিকসময়ে বিদ্যালয়ে পাঠিয়ে শিক্ষালাভের জন্য সকলকে সচেতন করাহয়। আজকের এই আলোচনাসভার মূল আলোচ্য বিষয় সম্পর্কে সংবাদমাধ্যমের সামে জানান জোলাইবাড়ীর বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ।

You may also like

Leave a Comment