
ধর্মনগর প্রতিনিধি।
সকাল ১১ টা নাগাদ ধর্মনগর পুরো পরিষদের অধীন ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের হলঘরে বৃক্ষের জল ঢেলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শ্রী রাইজিং ইন্ডিয়া বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র মালাকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা | একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী রাইজিং ইন্ডিয়া বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় | উত্তর ত্রিপুরা জেলায় মোট ছয়টি বিদ্যালয় কে প্রধানমন্ত্রী শ্রী রাইজিং ইন্ডিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হয় এর মধ্যে রয়েছে ধর্মনগর পুরো পরিষদের অধীন ধর্মনগর উচ্চতর বালিকা বিদ্যালয়, কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চুড়াইবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিলথৈ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং দসদা হাই স্কুল | ৭ সেপ্টেম্বর ২০২২ কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয় প্রধানমন্ত্রী শ্রী রাইজিং ইন্ডিয়ার এর মূল লক্ষ্য জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন করা, ভারতবর্ষে মোট ১৪ হাজার ৫০০ টি বিদ্যালয় কে প্রধানমন্ত্রী শ্রী রাইজিং ইন্ডিয়ার অধীনে আনা হয় |
এখন থেকে এই বিদ্যালয়ে গুলি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পড়াশোনা চলবে | প্রধানমন্ত্রী শ্রী রাইজিং ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় ধর্মনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এবং অভিভাবকরা খুবই খুশি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় সরকারকে এই বিদ্যালয় কে প্রধানমন্ত্রীর শ্রী রাইজিং ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করার জন্য |