Home » কালো অন্তর্বাসে মধুমিতার নতুন ছবি, প্রকাশ্যে আসা মাত্র শুরু বিতর্ক

কালো অন্তর্বাসে মধুমিতার নতুন ছবি, প্রকাশ্যে আসা মাত্র শুরু বিতর্ক

by admin

মধুমিতা সরকারকে নিয়ে দর্শকমহলে কৌতূহলের শেষ নেই। নায়িকা কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন, কী ছবি পোস্ট করলেন— সবটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে লক্ষ রাখা হয়। শনিবার নিজের একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। যে ছবি ভরে উঠেছে নেতিবাচক মন্তব্যে। নায়িকাদের এমনিতেই সব সময় কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয়। এ বার মধুমিতার এই ছবি দেখে তেলেবেগুনে জ্বলে উঠল একাংশ।আলো-আঁধারি ছবিতে মধুমিতাকে দেখা মুশকিল। ভিজে চুল। পরনে কালো অন্তর্বাস। কাজল কালো চোখে নায়িকার চাউনি যেন বলছে অন্য কথা। এমন ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, “ডার্ক ফ্যান্টাসি।” ব্যস এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু। মধুমিতার ছবি দেখে কেউ লিখেছেন, “এই জন্যই আপনার ডিভোর্স হয়েছিল এ বার বোঝা যাচ্ছে।” কেউ আবার লিখেছেন, “এমন ছবি তুলতে রুচিতে বাধল না?” কারও বক্তব্য, “সিরিয়ালের মধুমিতা আর এখনকার মধুমিতার আকাশপাতাল তফাত।”

You may also like

Leave a Comment