Home » শনিবার ভোররাতে আগুনে মর্মান্তিকভাবে মারা গেল চারটি গরু।

শনিবার ভোররাতে আগুনে মর্মান্তিকভাবে মারা গেল চারটি গরু।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর জেলরোডের মনতলাতে স্বদেশ চন্দ্র চক্রবর্তী এর বাড়িতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংগঠিত হয় ভোররাত তিনটা নাগাদ। এই অগ্নিকাণ্ডে তিনটি বড় গরু এবং একটি বাছুর মারা যায়। ক্রন্দনরত অবস্থায় স্বদেশ বাবু জানান রাত্রি একটা নাগাদ তিনি শেষবারের মতো দেখে আসেন সবকিছু ঠিকঠাক ছিল। এমনকি একটি কাঁচা উনুন ছিল যার আগুন তিনি ভালো করে নিভিয়ে এসেছিলেন। কিন্তু গভীর রাতে আওয়াজে তার ঘুম ভেঙ্গে যায়। দরজা খুলতেই দেখেন বীভৎস আগুনে তার গরু ঘর বশ্মীভূত হয়ে যাচ্ছে। ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা যথাসময়ে এলাকায় পৌঁছলেও আগুনের উত্তাপ এ কাছে যাওয়ার মত ব্যবস্থা ছিল না। দূর থেকে অগ্নি নির্বাপক বাহিনী এবং অন্যরা জল দিলেও আগুন নেভাতে নেভাতে গরুগুলি মারা যায়। অনেক চেষ্টা করেও গরুগুলিকে বাঁচানো সম্ভব হয়নি। কেমন করে এই ঘটনা সংঘটিত হলো তা নিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। উপযুক্ত তল্লাশিতে মূল ঘটনা বের হয়ে আসবে বলে সকলের ধারণা। এই মর্মান্তিক ভাবে গরুগুলির মারা যাওয়ার ঘটনাকে কেউই স্বাভাবিকভাবে গ্রহণ করতে নারাজ।

You may also like

Leave a Comment