প্রতিনিধি কৈলাসহর:-শিক্ষার আলোকবর্তিকা নিয়ে সফলতার সরণি ধরে বেগবান গতিতে এগিয়ে চলছে কৈলাসহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিমল সিনহা একাডেমী।১৯৯৭ সাল থেকে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পরিচালিত হওয়া এই বিদ্যালয় এবছর মাধ্যমিকে অসাধারণ সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে।মোট ৩১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসলে তার থেকে ফার্স্ট ডিভিশন ২৪ জন, সেকেন্ড ডিভিশন ৪ জন এবং থার্ড ডিভিশন ৩জন পেয়েছেন। এর থেকেও বড় খুশির খবর হচ্ছে এ বছর মাধ্যমিকে এই বিদ্যালয়ের ছাত্রী প্রেরনা সিনহা ৯৫.৪ শতাংশ মার্ক পেয়েছে।রাজ্যের সেরা দশমের তালিকায় যিনি দশম হয়েছেন তার প্রাপ্ত নম্বর ছিল ৪৮৪ অপরদিকে প্রেরণার নম্বর হচ্ছে ৪৭৭।অর্থাৎ ৭ মার্কের জন্য দশম স্থান লাভ করতে পারেনি এই বিদ্যালয়ের-ই মর্নিং সেশনের প্রধান শিক্ষিকা রীনা সিনহার কন্যা প্রেরনা সিনহা।তার এই সাফল্যে গর্বিত বিমল সিনহা একাডেমীর শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে গোটা কৈলাসহরবাসী।এদিকে ছাত্রছাত্রীদের উৎসাহ এবং রেজাল্টের ক্ষেত্রে সফলতার নিরিখে এবছর থেকে বিমল সিংহা একাডেমী দ্বাদশ মানে উন্নীত হয়েছে।ইতিমধ্যেই কলা বিভাগ ও বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের বিষয় নিয়ে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে চলতে থাকা এই বিদ্যালয়ের সফলতায় গর্ববোধ করছেন সকলেই।
117
previous post