Home » মৎস্য দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবির কাকড়াবনে

মৎস্য দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবির কাকড়াবনে

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

কাকড়াবন মৎস্য দপ্তরের উদ্যোগে মির্জা কমিউনিটি হল ঘরে একদিনের কর্মশালা এবং জল ও মাটি পরীক্ষা শিবির শিবির অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন বিধায়ক জীতেন মজুমদার , মাতারবাড়ি কেন্দ্রের বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায় , কাকড়াবন মৎস্য দপ্তরের অফিসার বিশ্বজিৎ দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন জীতেন মজুমদার এবং অভিষেক দেবরায় সহ আর অনেকে । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনিফিসারিদের পুকুর খনন করে দেওয়াই তাদের হাতে মৎস্য দপ্তর থেকে শংসাপত্র দেওয়া হয় । বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় এবং জিতেন মজুমদার বলেন , যেভাবে মাছের মধ্যে ইউরিয়া প্রদান করা হয় তাতে করে ক্যান্সারের ঝুঁকি দিন দিন বাড়ছে এবং মাছের মধ্যে ফর্মিনাল মিলানো হয় । এই কারণে মানুষ মাছ খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে । যদি কোন মৎস্য বাজারে এই ধরনের ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে করা হাতে তার ব্যবস্থা গ্রহণ করা হবে ।

You may also like

Leave a Comment