প্রতিনিধি কৈলাসহর:-ফরমালিন যুক্ত মাছ বাজারে আসায় সেই মাছের ব্যবসা রুখতে আজ সকালে মাছ বাজার পরিদর্শনে এলেন কৈলাসহর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। দীর্ঘদিন ধরে কৈলাসহর মাছ বাজারের ব্যাবসায়ীদের এই ফরমালিনযুক্ত মাছের রমরমা ব্যবসা থাকায় তা বন্ধ করতে নামলো কৈলাসহর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা।আজ সকালে তারা যৌথভাবে কৈলাসহর মাছ বাজারে সকল ব্যবসায়ীদের কাছে যান এবং পরীক্ষা করে দেখেন ফরমালিনযুক্ত মাছ রয়েছে কিনা।ফরমালিনযুক্ত মাছ খেয়ে অসুস্থতার শিকার হয়েছেন অনেক মানুষ।তাই ক্রেতাদের বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, কৈলাসহর পুরপরিষদের সুপারভাইজার মনীষ দাস, খাদ্য দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।আজকের এই অভিযানের মাধ্যমে এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। আগামীদিনে কঠিন পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয় প্রশাসনের তরফে।
148
previous post