Home » ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় কনফারেন্স হলে মিলেটস মেলা ২০২৩ অনুষ্ঠিত হল।

ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় কনফারেন্স হলে মিলেটস মেলা ২০২৩ অনুষ্ঠিত হল।

by admin

ধর্মনগর
নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা ও ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এর উদ্যোগে এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আজ ৩১ শে মে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় কনফারেন্স হলে মিলেটস মেলা ২০২৩ অনুষ্ঠিত হল। সকাল 12 ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ভবতোষ দাস,সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ। সভাপতিত্ব করেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম দাস। স্বাগত বক্তব্য রাখেন ডঃ মৌসুম ভট্টাচার্য,অধ্যাপক ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা রাখেন জেলা যুব আধিকারিক নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা কুনাল গৌতম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর দেবজ্যোতি পাল,উপঅধিকর্তা ,কৃষি দপ্তর উত্তর ত্রিপুরা। অরবিন্দ দেবনাথ,এনএসএস প্রোগ্রাম অফিসার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়। নিরঞ্জন নাথ জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত। মূলত প্রমোশন ওন মিলেটস ইন ডায়েট বাস্তবায়নের লক্ষ্যে মিসন লাইফ কর্মসূচি ভারত সরকার হাতে নিয়েছে । আজ এই কর্মসূচির অঙ্গ হিসাবে মিলেটস মেলা আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুইটি পর্ব এ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বের পরে শুরু হয় টেকনিক্যাল সেশন। তাতে অংশগ্রহণ করেন ডক্টর সুনেত্রা শর্মা,ডিসট্রিক্ট ইউনাইজেশন অফিসার,ডক্টর কিংকর দেববর্মা,ফুড সেফটি অফিসার, বিজয় দেবনাথ,এগ্রিকালচার অফিসার,ডক্টর উমা নমশূদ্র,অধ্যাপিকা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়। এছাড়াও এই মেলাকে কেন্দ্র করে আর্টওয়ার্ক ইউজিং মিলেটস- ডিসপ্লে কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেই কম্পিটিশনে বিজয়ী প্রথম স্থান অধিকার শুভাশিস ভট্টাচার্য,দ্বিতীয় স্থান অধিকারী সৌভিক সোম ,তৃতীয় স্থান অধিকারী দিগন্তিকা শর্মা। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে স্মারকপত্র তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক। এই অনুষ্ঠানে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ছাত্র ছাত্রী,নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক,বিভিন্ন সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর নন্দিতা রায় অধ্যাপিকা ধর্মনগর সরকার মহাবিদ্যালয়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন উদ্ভাবনী সংস্থার কর্ণধার রণদীপ রুদ্র পাল।

You may also like

Leave a Comment