Home » বরাবরই বয়সে ছোট পাত্রের দিকেই নজর মালাইকার! ফের কেন সমালোচনার মুখে অভিনেত্রী?

বরাবরই বয়সে ছোট পাত্রের দিকেই নজর মালাইকার! ফের কেন সমালোচনার মুখে অভিনেত্রী?

by admin

বলিউডে অন্যতম চর্চিত তারকা মালাইকা অরোরা। পেশাগত কারণের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। ২০১৬ সালে সলমন খানের ভাই আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মালাইকার। তার পর থেকে বলিউড অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। বয়সে মালাইকার থেকে ১২ বছরের ছোট অর্জুন। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন বেশ সাবলীল যুগল। এর আগে আরবাজ়ের সঙ্গে বিবাহিত থাকার সময়েও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলাই ছিলেন মালাইকা। তাঁর ও আরবাজ়ের বয়সের ফারাক নিয়েও কখনও লুকোচুরি করেননি অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োর মিলল তারই প্রমাণ।সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ভিডিয়োয় মালাইকাকে অভিনব উপায়ে পরিচয় করান বলিউড পরিচালক সাজিদ খান। ‘আরবাজ় খানের চেয়ে দুই বছরের বড়’, এটাই নাকি উপাধি মালাইকার! মালাইকাকে প্রশ্নও করে বসেন সাজিদ, ‘‘বয়সে ছোট পাত্রের সঙ্গে সংসার করে কেমন লাগছে?’’ সাজিদের এই অস্বস্তিকর প্রশ্ন যদিও এড়িয়ে যাননি মালাইকা। আত্মবিশ্বাস বজায় রেখেই মালাইকা বলেন, ‘‘আমার অভিজ্ঞতা তো বেশ ভাল।’’ মালাইকার এই উত্তরে আপ্লুত অনুরাগীরাও। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়ার মুখে বলিউড অভিনেত্রী। কারও মতে, ‘‘সব সময়ই বয়সে ছোট ছেলের দিকে নজর মালাইকার!’’ অনেকে অবশ্য মালাইকার আত্মবিশ্বাসের তারিফ করেছেন। তাঁদের প্রশ্ন, ‘‘অক্ষয় কুমার, সলমন খানের মতো বলিউড অভিনেতারা যে তাঁদের হাঁটুর বয়সি মেয়েদের সঙ্গে পর্দায় প্রেম করেন, তার বেলা!’’

You may also like

Leave a Comment