ধর্মনগর ,
মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে রিভিউ মিটিং উত্তর জেলায় জেলাশাসক এর কনফারেন্স হলে । সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার উওরের জেলা শাসকের কার্যালয়ে রিভিউ মিটিং করেন মন্ত্রী টিংকু রায়। জেলা শাসক নাগেশ কুমার বি সহ অতিরিক্ত জেলা শাসক, ধর্মনগর মহকুমা শাসক, কাঞ্চনপুর মহকুমা শাসক উপস্থিত ছিলেন এই রিভিউ মিটিংএ।সরাসরি বিভিন্ন স্কিম মানুষের কাছে দ্রুত পৌছানো, পরিকাঠামো এর উন্নয়ন এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে মন্ত্রী টিংকু রায় জানান মূলত শ্রম , সমাজ শিক্ষা এবং ক্রীড়া প্রভৃতি বিষয়গুলিকে কিভাবে আরো দ্রুত আধুনিকীকরণ করা যায় সেই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়। অঙ্গন ওয়াড়ী শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দ্রুত আধুনিকীকরণ করা যায় সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় । সমাজ শিক্ষা দপ্তরে কদমতলা কেন্দ্রে সিডিপিও অফিসের গোডাউনে বেশ কিছু পরিমাণ চাল এবং কিছু ডাল গোডাউনে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ জানতে চাওয়া হলে , উত্তরে মন্ত্রী জানান বর্তমানে যারা এই চাল ডাল সরবরাহ করে থাকেন তাদের কাছে ডালের মজুদ না থাকায় সাপ্লাই দেওয়া সম্ভব হয়নি , যার জন্য কিছু পরিমাণ চাল মজুত রয়েছে। সেগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো দেওয়া হবে না আর এই ডালের ক্রাইসিস শুধু আমাদের রাজ্যে নয় সেটা সমগ্র দেশব্যাপী ক্রাইসিস। তাই রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে এই ক্রাইসিস সম্পন্ন হতে বা সাপ্লাই স্বাভাবিক হতে আরও ২০-২৫ দিন সময় লাগবে। ফলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এর আগে যে কিছুদিন রয়েছে বাজার থেকে ডাল ক্রয় করে ডাল চাল সমাজ শিক্ষা দপ্তরে বন্টন করা হবে। আজকের এই বৈঠক সর্বাত্মক হয়েছে বলে জানান মন্ত্রী ঠিকুরায়।
মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে রিভিউ মিটিং উত্তর জেলায় জেলাশাসক এর কনফারেন্স হলে ।
108