ধর্মনগর,
বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন এলাকায় উত্তর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক প্রয়াস মিটিংয়ের আয়োজন করা হয় মূলত ক্রাইম এগেইনস্ট প্রপার্টি এবং ড্রাগ এভিউজ কে কেন্দ্র করে ছিল এই প্রয়াস মিটিং। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী , উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি শিবুরঞ্জন দে, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন আমজনতা। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান মূলত এই রেল স্টেশন এলাকায় এমন অনেকেই বসবাস করেন ,ভাড়া থাকেন কিন্তু তাদের সঙ্গে ডকুমেন্টারি রিলেশন হয় না । আর এই সুযোগকে কাজে লাগিয়ে এইসব এলাকা থেকে অনেক ক্রাইম সংগঠিত হচ্ছে এবং এইসব এলাকাকে করিডোর করে ড্রাগস ব্যবসা ও পাছার সংগঠিত করা হচ্ছে । তাই এইসব এলাকার বসবাসকারী জনগণকে সচেতন করার লক্ষ্যে এরূপ প্রয়াস মিটিং এর আয়োজন করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার ভানু পদে চক্রবর্তী।
বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন এলাকায় উত্তর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক প্রয়াস মিটিংয়ের আয়োজন করা হয় মূলত ক্রাইম এগেইনস্ট প্রপার্টি এবং ড্রাগ এভিউজ কে কেন্দ্র করে ছিল এই প্রয়াস মিটিং।
111