প্রতিনিধি, তেলিয়ামুড়া।২৪মে।
নেশা কারবারীদের বিরুদ্ধে একের পর এক সফল অভিযানে নেতৃত্ব দেওয়া, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসুন কান্তি ত্রিপুরাকে আজ সংবর্ধনা প্রদান করে ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস এসোসিয়েশন। আজ দুপুর আড়াইটায় শ্রী ত্রিপুরার তেলিয়ামুড়াস্থিত অফিসে সংস্থার খোয়াই জেলা কমিটির সদস্যদের নিয়ে সংস্থার রাজ্য কর্ণধার তনয় দাস তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসুনকান্তির ত্রিপুরার হাতে সম্মানীয় স্মারক এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করে। সংবর্ধনা শেষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের সভাপতি তনয় দাস বলেন আজকের দিনে ড্রাগসের নেশায় যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই নেশা থেকে যুব সমাজকে খেলাধুলার নেশায় আকৃষ্ট করতে হবে। বডি বিল্ডার্স ও একটা খেলা। আজকের দিনে বিভিন্ন সরকারি চাকরিতেও যুবকদের চাকুরীর ক্ষেত্রে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বডি বিল্ডার্সরা ও এই সুযোগকে কাজে লাগাতে পারবে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসুনকান্তি ত্রিপুরা তেলিয়ামুড়ায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে। বলা যায় যুব সমাজকে অনেক ক্ষেত্রে রক্ষা করেছে। যুব সমাজকে রক্ষা করার জন্য প্রসূন কান্তি ত্রিপুরার অবদান কে স্বীকৃতি দিতেই আজকের সংবর্ধনা। সংবর্ধনা পেয়ে আপ্লুত মহকুমা পুলিশ অফিসার প্রসুনকান্তি ত্রিপুরা বলেন, বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশন যে সম্মান আজকে দিয়েছে আগামী দিনে ড্রাগসের নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান কে আরো বেশি উৎসাহিত করবে।
ড্রাগসের নেশার বিরুদ্ধে সফল অভিযানের জন্য সংবর্ধিত প্রশনকান্তি ত্রিপুরা।
126
previous post