Home » আইসক্রিম কিনতে গিয়ে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু।

আইসক্রিম কিনতে গিয়ে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- আইসক্রিম কিনতে গিয়ে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু। ঘটনা মঙ্গলবার গন্ডাছড়া-অমরপুর রাস্তার গাছবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এদিন সকাল ১০টা নাগাদ গাছবাগান এলাকার বাসিন্দা মিলন চাকমার ৩ বছরের ছেলে আপন চাকমা আইসক্রিম কিনার জন্য বাড়ির পাশে রাস্তায় যায়। তখন টি আর ০১ এস ১০২ নাম্বারের একটি বাইক দ্রুত বেগে কালাঝাড়ি থেকে গন্ডাছড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় গাছবাগান এলাকায় শিশুটিকে ধাক্কা মারে। এতে করে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা দ্রুত ছুটে এসে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা বেগতিক বুঝে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করে। এদিকে দুর্ঘটনার পর পরই এলাকাবাসীরা বাইক চালককে আটক করে উত্তম মধ্যম দিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বাইক চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকেও জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বাইকটিকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল সকাল বাইক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

You may also like

Leave a Comment