Home » সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত

সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ে জেলাভিত্তিক দিশা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা শাসক অফিসের মিলনায়তনে আয়োজিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ-সভাধিপতি পিন্টু আইচ, বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহী জেলাশাসক ড. বিশাল কুমার। সভায় পূর্ত বিদ্যুৎ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, স্বচ্ছ ভারত অভিযান গ্রামীণ, মৎস্য ,কৃষি,পশুপালন ও ভূমি সংরক্ষণ, স্বাস্থ্য, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা, খাদ্য গ্রাম উন্নয়ন দপ্তর মন্ত্রণালয়ের কাজকর্মের অগ্রগতি এবং বাস্তবায়নের পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে আলোচনা করেন। জেলাশাসক ড: বিশাল কুমার অডিও ভিজুয়াল এর সাহায্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। জেলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৪১ টি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। প্রতি ঘরে জলের সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আধিকারিক জানান পিএম জিএফ ওয়াই জেলার ৫০৪,৩১৩ কিমি রাস্তা এবং ৪ টি ব্রীজ স্থাপন করা হয়েছে। মৎস্য দপ্তর আধিকারিক জানান জেলায় মোট ২৯৯০৫ জন মৎস্যজীবী রয়েছে । পুকুর রয়েছে ৩২ হাজার ৩২৬ টি। ১৩ টি হ্যাচারি আছে। ১৩৯ টি অমৃত সারোবর রয়েছে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন জেলায় গ্রাম এবং শহর এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলির সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। গুনগুত মান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ত্রিস্তরীয় জনপ্রতিনিধিরা নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি বাস্তবায়নে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরো যত্নবান হতে হবে। কোথাও সমস্যা হলে জেলাশাসক সহ জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরকারি পরিষেবা দেওয়ার জন্য সমস্ত সদস্যদের সহযোগিতা করার আহবান করেন। তিনি বলেন অসমাপ্ত কাজ আগামী আগস্ট এর মধ্যে ৫০ শতাংশ এবং ডিসেম্বর মাসের ২০২৩ এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। কৃষককে আর্থিক উন্নয়ন বন কৃষি জলসম্পদ এবং মৎস্য দপ্তরের আধিকারিকদের যৌথভাবে কাজ করার নির্দেশ দেন তিনি ।

You may also like

Leave a Comment