
প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর ব্রম্মাবাড়ী পশু চিকিৎসকের অফিস সংলগ্ন এলাকায় উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে আরআর সেন্টার ও ভ্রাম্যমান ভ্যানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । তার শুভ উদ্বোধন করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ প্রমুখ ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় বলেন, যে সকল মানুষ অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিস যেমন কাপড়, জুতো, বই, প্লাস্টিকের পুরনো জিনিস ইত্যাদি জমা করবেন এই সেন্টারে এবং তার পরিবর্তে উনাদের দেওয়া হবে পৌর পরিষদের পক্ষ থেকে “পৌর মিত্র কার্ড” । এই সেন্টারগুলোর মূল লক্ষ্য হচ্ছে আবর্জনা পৃথীকীকরণ বর্জ্য প্রক্রিয়াকরণ ও অপব্যবহৃত এবং ফেলে দেওয়া জিনিসপত্র গুলিকে পুনরায় ব্যবহার করা ও পরিবেশকে রক্ষা করার জন্য বজ্র পদার্থকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদে রূপান্তরিত করা । সেই সাথে ভ্রাম্যমান ভ্যানগুলি তুলে দেওয়া হয় চালকদের হাতে । এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রম্মাবাড়ী এলাকায় পৌর নাগরিকদের উপস্থিতি ছিলো সারা জাগানো ।