Home » বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো কোম্পানির এমবিসি কর্মীরা গত দুই মাস ধরে বেতন পাচ্ছে না।

বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো কোম্পানির এমবিসি কর্মীরা গত দুই মাস ধরে বেতন পাচ্ছে না।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৯মে:- বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো কোম্পানির এমবিসি কর্মীরা গত দুই মাস ধরে বেতন পাচ্ছে না। এরই প্রতিবাদে শুক্রবার অফিসে তালা ঝুলিয়ে এমবিসি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনা গন্ডাছড়া বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো অফিসে।এমবিসির এক কর্মী জানান ফিডকো’র অধীনে তারা ১০ জন গত আড়াই বছর ধরে কর্মরত আছেন। গত মার্চ, এপ্রিল দুই মাস তারা কোন বেতন পায়নি। এ নিয়ে কর্মীরা ফিডকোর আধিকারিকদের একাধিকবার জানিয়েও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে অফিসে তালা ঝুলিয়ে দেয়। তারা আরো জানান বর্তমান সময়ে সামান্য বেতনের টাকা দিয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। তার উপর রয়েছে অনিয়মিত বেতন। এমতাবস্থায় সংসারের অভাব অনটন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে অফিসে তালা ঝুলানোর ঘটনার খবর পেয়ে ফিডকো’র এক আধিকারিক ফোন করে তাদের প্রতিশ্রুতি দেন আজকের মধ্যে মার্চ মাসের বেতন এবং আগামী মঙ্গলবার এর মধ্যে এপ্রিল মাসের বেতনের টাকা মিটিয়ে দেবেন। বেসরকারি সংস্থার আধিকারিকের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে কর্মীরা তালা খুলে দেয়।

You may also like

Leave a Comment