Home » বিশালগড় বাজারে প্রশাসনিক অভিযানবাজেয়াপ্ত মেয়াদ উর্তীন সামগ্রী

বিশালগড় বাজারে প্রশাসনিক অভিযানবাজেয়াপ্ত মেয়াদ উর্তীন সামগ্রী

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৯ মে ।। একাংশ ব্যবসায়ী মেয়াদ উর্তীন সামগ্রী মজুত করছে এবং বিক্রি করছে। এই বেআইনী কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা জারি রয়েছে। শুক্রবার দুপুরে বিশালগড় মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল হানা দেয় বিশালগড় বাজারে। বিশালগড় নিচের বাজার, ব্রীজ চৌমুহনী এবং রাউৎখলা এলাকায় বেশ কয়েকটি দোকানে খাদ্য সামগ্রী নিরিক্ষণ করেন আধিকারিকরা। ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই অভিযান সংগঠিত হয়। বিশালগড় নিচের বাজারে চারটি দোকান থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ সহ মেয়াদ উর্তীন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকার কারণে একটি দোকান বন্ধ করার নির্দেশ দেন মহকুমা প্রশাসন । বিশালগড় ব্রিজ চৌমুহনিতে সুব্রত দাসের দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। প্রশাসনিক কাজে অসহযোগিতা করার অপরাধে সুব্রত দাস কে আটক করা হয়। সবগুলো দোকানের মালিকদের সতর্ক করা হয় কোন বেআইনি এবং মেয়াদ উর্তীন সামগ্রী মজুত বা বিক্রি না করার জন্য। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান আধিকারিকরা। মহকুমার সবগুলো বাজারে এ ধরনের অভিযান চলবে বলে জানান আধিকারিকরা।

You may also like

Leave a Comment