
প্রতিনিধি, তেলিয়া মুড়া।১৯মে।টাইলস বোঝাই লড়ি উল্টে গেল জাতীয় সড়কে। সকাল থেকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। দীর্ঘ চার ঘন্টা পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল।
ঘটনা শুক্রবার সকাল পাচটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায়। বিবরণে জানাযায় শুক্রবার সকাল প্রায় পাচটা নাগাদ AS01EC8984 নাম্বারের লড়ি জিরানিয়া থেকে তেলিয়ামুড়ার উদ্যেশ্যে আসছিল। বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টেযায়। ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়েযায়।রাস্তার দুদিকে আটকে প্ররে প্রচুর সংখ্যায় যাত্রীবাহি এবং পন্য বোঝাই গাড়ি।এদিকে গাড়ির চালক এবং সহ চালক অল্প বিস্তর আহত হয়। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা । পরবর্তী সময়ে উনার চেষ্টায় ড্রজার দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। সকাল প্রায় নয়টা নাগাদ পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা।