
প্রতিনিধি,গন্ডাছড়া ১৯মে:- বেতন ভাতা না পেয়ে সি ডি পি ও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অঙ্গনওয়ারী কর্মীরা। ঘটনা শুক্রবার ধলাই জেলার গন্ডাছড়া সি ডি পি ও অফিসে। ঘটনার বিবরণ দিয়ে এক অঙ্গনওয়ারী কর্মী জানিয়েছেন চলতি মাসের আজ ১৯ তারিখ হয়ে গেলেও অঙ্গনওয়ারী কর্মী ও হেলপাররা তাদের প্রাপ্য বেতন ভাতা পায়নি। শুধু তাই না গত চার মাসের ফিটিং বিলের টাকাও দেওয়া হচ্ছে না। ফলে সমস্যায় পড়েছে এই স্বল্প আয়ের কর্মীরা। বারবার দপ্তরের কর্মীদের জানিয়েও কোন কাজ হচ্ছিল না। উপরন্তু তাদের বলা হচ্ছে সেন্টার সঠিকভাবে পরিচালনার জন্য। এমনটি বেতন ভাতা না পেয়েও ছোট ছোট শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা সহ সামগ্রিক কাজ চালানোর। এমন বহু কর্মীরা রয়েছে যাদের এই কাজের মাসোহারা দিয়ে মাস চলে। এই পরিস্থিতিতে তাদের সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে শুক্রবার সকাল ১১ টা নাগাদ গন্ডাছড়া সি ডি পি ও অফিসের অধীন ২৩৯ টি সেন্টারে কর্মরত ৪৭৮ জন অঙ্গনওয়ারী কর্মী ও হেলপাররা অফিসে তালা ঝুলিয়ে দেয়। কর্মীদের দাবি আজকের মধ্যেই তাদেরকে বেতন ভাতা মিটিয়ে দিতে হবে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত দীর্ঘ সময় পর টিটিএএডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল অফিসার ফোন করে তাদের আশ্বাস দেন আগামীকালের মধ্যে তাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া হবে। প্রিন্সিপাল অফিসারের আশ্বাসে কর্মীরা দরজার তালা খুলে দেয়। একই সাথে তারা জানিয়েছেন আগামীকালের মধ্যে তাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া না হলে আগামী সোমবার থেকে প্রতিটি অঙ্গনওয়ারী সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখন দেখার এডিসি প্রশাসন তার কথা রাখে কিনা তার দিকে তাকিয়ে আছেন অঙ্গনওয়ারী কর্মী-হেলপারদের গোটা পরিবার।