Home » মধুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

মধুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৫ মে।। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মধুপুর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আর্থিক সহায়তা নিয়ে মধুপুরে পৌঁছে যায় বিশালগড় মহকুমা প্রশাসন। পাশে দাঁড়ান স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব। উল্লেখ্য ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় মধুপুর বাজারের নয়টি দোকান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দেয়া হয় বিশালগড় দমকল বাহিনীকে। ছুটে যায় মধুপুর থানার পুলিশ। বিশালগড়, বাধারঘাট , বিশ্রামগঞ্জ থেকে দমকল বাহিনী ছুটে যায়। দমকল বাহিনী এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নইলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেতো। দমকল বাহিনী পৌঁছার আগেই ভস্মীভূত হয়ে যায় নয়টি দোকান। শুক্রবার ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অন্তরা দেব সরকার। বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা রাশি প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে ক্ষতির পরিমাণ নিরূপণ করে আরও সহায়তা করা হবে বলে জানান বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।

You may also like

Leave a Comment