প্রতিনিধি কৈলাসহর:-ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলীয় বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে আগরতলা রবীন্দ্র ভবনে।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য সুশান্ত দেব,চারুকলা মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য,পেইন্টিং ডিপার্টমেন্টের অনুষদ সদস্য মনীষ ভট্টাচার্য সহ বিভিন্ন মহকুমা থেকে আগত আর্ট সোসাইটি অনুমোদিত শাখা কমিটির সম্পাদক এবং সভাপতিরা।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা আর্ট সোসাইটির রাজ্য সভাপতি কপিল কান্তি দাস। এই অনুষ্ঠানের মাধ্যমে হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানের মাধ্যমে আগরতলার বুকে নতুন প্রজন্মের ১০ জন সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করা হয়।আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রবীন্দ্রভবন কানায় কানায় পূর্ণ ছিল।ত্রিপুরা আর্ট সোসাইটির এ ধরনের অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায়।
196
previous post