Home » বিশালগড়ে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা

বিশালগড়ে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৫ মে।। বিশালগড়ে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয় । শুক্রবার ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে বিশালগড় মহকুমা শাসকের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সভা। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, সদস্যা মৌসুমি দাস, ডালিয়া সিনহা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়, সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। বৈঠকে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বনির্ভর গোষ্ঠী, অঙ্গনওয়াড়ী ওয়ার্কাস, রাজনৈতিক কর্মী অংশ নেন। সম্মিলিত প্রয়াসে মহিলা সংক্রান্ত অপরাধ দমনের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন মহিলারা শিক্ষা এবং কর্মক্ষেত্রেও হেনস্তার শিকার হচ্ছে। সাইবার অপরাধ বাড়ছে। মহিলা অপহরণ এবং পাচার হচ্ছে। রোহিঙ্গা নারীদের পাচারের ঘটনা ঘটছে । সবাই মিলে নারী অপরাধ মুক্ত ভারত গড়তে পারলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দখল করবে। নারীদের শিক্ষা এবং রোজগার দিতে হবে। মহিলাদের দ্বারাই অধিকাংশ মহিলা অত্যাচারিত হচ্ছে। বাল্য বিবাহের ঘটনা আজও ঘটছে। এগুলো সবাই মিলে বন্ধ করতে হবে। এছাড়া পুলিশ এবং প্রশাসনিক আধিকারিক সহ উপস্থিত সকলে নারী অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

You may also like

Leave a Comment