Home » বিদ্যুৎ পরিবাহি তার সাড়াই করতে গিয়ে জখম বিদ্যুৎ কর্মী

বিদ্যুৎ পরিবাহি তার সাড়াই করতে গিয়ে জখম বিদ্যুৎ কর্মী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ পরিবাহি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হল সুখেন দাস নামে এক বিদ্যুৎ কর্মী । ঘটনা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর জাতীয় সড়ক সংলগ্ন ক্যানেল চৌহমুনি এলাকায় ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে বিদ্যুৎ কর্মীর ভাই সাংবাদিকদের জানান , উদয়পুর মহকুমা বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার কিরণময় চক্রবর্তী ও জুনিয়র ইঞ্জিনিয়ার দ্বৈপায়ন দেবের নির্দেশে এই দিন দুপুরে ক্যানেল চৌহমুনী এলাকায় বিদ্যুৎ পরিবাহি তারে কাজ করার জন্য যায় বিদ্যুৎ কর্মী সুখেন দাস । কিন্তু তখন ১১ হাজার ভোল্টে সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা চালু রেখেই সেই কর্মীকে উপরে উঠিয়ে দেওয়া হয় কাজ করার জন্য । বিদ্যুৎ পরিবাহিতারে কাজ করতে গিয়ে সঙ্গে সঙ্গেই আগুনে ঝলসে যায় তার বাম হাত ও ডান পা । রক্ত ঝরতে থাকে ঘটনাস্থলে । পরবর্তী সময়ে উদয়পুর মহকুমা হাসপাতালে তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য । হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ধ্রুব দাস তার অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে টেপানিয়া জেলা হাসপাতালে রেফার করে উন্নত চিকিৎসা করানোর জন্য । বিদ্যুৎ দপ্তরের এই কর্মীর আহত হওয়ার ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে যায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা । গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে উদয়পুর জুড়ে।

You may also like

Leave a Comment